Wellcome to National Portal

~ বিভাগীয় সমবায় কার্যালয়রাজশাহীর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ~ 

* * * ‘সমবায়ের যাদুস্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায়ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি’- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। * * * রূপকল্প: টেকসই সমবায়, টেকসই উন্নয়ন। * * * অভিলক্ষ্য: সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।* * *

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সমবায় সিমিতর বার্ষিক হিসাব বিবরণী ও কার্যক্রম যাচাই
বিস্তারিত
  • জুলাই-জুন আর্থিক বর্ষ শেষ হওয়ার পর ৩০ দিনের মধ্যে সমিতির বার্ষিক হিসাব বিবরণী (জমা-খরচ, রেওয়ামিল, লাভ-ক্ষতি হিসাব, লাভক্ষতি বন্টন হিসাব ও ৩০ জুন তারিখের স্থিতি পত্র) নিবন্ধক বরাবর উপস্থাপন।
  • নিবন্ধক কর্তৃক আইনের ৪৩ ধারা মোতাবেক একজন দক্ষ কর্মকর্তাকে সমিতির নিরীক্ষক নিয়োগ করা।
  • নিরীক্ষক কর্তৃক নিরীক্ষার দিন তারিখ ও সময় ধার্য করে নোটিশ জারি করা এবং সমিতিকে সদস্যদের হিসাব সমিতির হিসাবের সাথে মিলিয়ে নিতে ও নোটিশ বহুল প্রচার করতে নির্দেশ প্রদান করা।
  • সমিতি কর্তৃক নোটিশ বহুল প্রচার করা।
  • ধার্য তারিখে হিসাব ও কার্যক্রম যাচাই করা, আইন-বিধির ব্যত্যয় থাকলে লিখিত আপত্তি দাখিল করা, সংশোধনী গ্রহণ করা।
  • নিরীক্ষা শেষে নিরপেক্ষ মতামতসহ নিরীক্ষা প্রতিবেদন তৈরি করা, নিয়োগকারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং সমিতিকে নিরীক্ষা প্রতিবেদন এক প্রস্ত দাখিল করা।

সমিতি কর্তৃক নিরীক্ষা প্রতিবেদনের সংশোধনী প্রতিবেদন দাখিল করা।


........ সমবায় গড়ুন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশীদার হোন -------