উপজেলা অফিস কর্তৃক যাচাই ও মতামতসহ জেলা সমবায় অফিসে অগ্রায়ন
জেলাসমবায় অফিসে যাচাই অন্তে কোন কাগজপত্রে ঘাটতি থাকলে প্রয়োজনীয় কাগজ চেয়েপত্র প্রেরণ অথবা নিবন্ধন সনদ ইস্যু করা, অথবা নিবন্ধন যোগ্য না হলে কারণউল্লেখ করে আবেদনকারীকে লিখিতভাবে জানিয়ে দেওয়া।
আবেদনকারী ক্ষুব্ধ হলে এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিভাগীয় যুগ্ম-নিবন্ধক বরাবর আপীল দায়ের করা।